পাইরোল কি ও পাইরোল অ্যারোমেটিক যৌগ কেন ?

 

পাইরোল কি ও পাইরোল অ্যারোমেটিক যৌগ কেন ?

পাইরোল কি

পাইরোল এক ধরনের অ্যারোমেটিক হেটারো সাইক্লিক পাঁচ রিং বিশিষ্ট জৈব যৌগ পাইরোলের সংকেত হচ্ছে C4H4NH এই জৈব যৌগটি কার্বন, হাইড্রোজেন নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত হয়। রসায়নবিদ রঞ্জ পাইরোলাইসেটের হাড় থেকে প্রথম এই জৈব যৌগটি আবিষ্কার করেন।

পাইরোলের সংকেত
পাইরোলের সংকেত

পাইরোলের ব্যবহার

পাইরোলের সবচেয়ে বেশি ব্যবহার হয় তামাক বা সিগারেটে। এ ছাড়াও পাইরোল ক্যান্সার বিরোধী। ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধে পাইরোল ব্যবহৃত হয়।

পাইরোল অ্যারোমেটিক যৌগ কেন ?

আমরা জানি, অ্যারোমেটিক যৌগে (4n +2) সংখক পাই ইলেকট্রন থাকে। এখানে, n হচ্ছে বেনজিন বলয়ের সংখ্যা। পাইরোলে একটি (১ টি) বেনজিন বলয় আছে এবং ছয়টি (৬ টি) পাই ইলেকট্রন রয়েছে। এই ইলেকট্রন সমূহ সঞ্চরণশীল হয়ে থাকে। কোনো একটি যৌগ যদি হাকেলের নীতি মেনে চলে, তাহলে সেই যৌগটিকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। হাকেলের নীতি অনুযায়ী পাইরোলে n=১ হলে (4x1 + 2 = 6 (৬)) সংখক ইলেকট্রন আছে। অতএব, পাইরোল হাকেল নিয়ম মেনে চলে। সেই অনুযায়ী, পাইরোল একটি অ্যারোমেটিক জৈব যৌগ।

পাইরোলের গাঠনিক সংকেত

পাইরোলের গাঠনিক সংকেতে একটি বেনজিন বলয় এবং দুইটি দ্বি-বন্ধন আছে।

 

পাইরোলের গাঠনিক সংকেত
পাইরোলের গাঠনিক সংকেত

পাইরোল তৈরি করার বিক্রিয়া

দুইটি অ্যাসিটিলিন (C2H2) যৌগের সমন্বয়ে এবং উপযুক্ত প্রভাবক অ্যামোনিয়াম (NH­3) ও তাপমাত্রার উপস্থিতিতে পাইরোল তৈরি করা যায়। নিচে পাইরোল তৈরি করার রাসায়নিক বিক্রিয়া দেখানো হল।

অ্যাসিটিলিন থেকে পাইরোল
অ্যাসিটিলিন থেকে পাইরোল

পাইরোলের ধর্ম

  • পাইরোল এক ধরণের বর্ণহীন তরল পদার্থ এবং ১৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে।
  • পাইরোল পানিতে অল্প পরিমাণে দ্রবণীয়।
  • পাইরোল জৈব দ্রাবকে সহজেই দ্রবণীয়।
  • পাইরোলের গন্ধ বাদামের গন্ধের মত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ