About us

বাংলা লেখক ওয়েব সাইট

'বাংলা লেখক' ওয়েব সাইটে বাংলা (ভাষা, সাহিত্য, ব্যাকরণ, বিজ্ঞান, ব্যবসা-শিক্ষা, ইত্যাদি) বিষয় সমূহ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। বাংলা শিক্ষা হোক উন্মুক্ত। ইন্টারনেটে ইংরেজি তথ্যের তুলনায়, বাংলা তথ্য বা কোষ ভান্ডার অতি নগন্য। আশা করি, 'বাংলা লেখক' ওয়েব বাংলা তথ্য ভান্ডারে অবদান রাখবে। আপনি যদি বাংলা ভাষায় বা আমাদের সাইটে বাংলায় কোনো বিষয় নিয়ে লিখতে চান, তাহলে আমাদের 'কন্টাক্ট-আছ' পেজে নিজের তথ্য শেয়ার কুরুন অথবা আমাদের মেইল করতে পারেন এই এডড্রেসে 'mail.banglalekhok@gmail.com'