Terms and Conditions

'বাংলা লেখক' ব্লগের শর্তাবলী

সর্বশেষ আপডেট: মে ১২, ২০২২

আমাদের দ্বারা পরিচালিত 'বাংলা লেখক' ব্লগের শর্তাবলী সমূহ পড়ুন। নিম্নোক্ত শর্তাবলীর সাথে একমত বা রাজি থাকলে আমাদের সকল সেবা আপনি পেতে পারেন। এই শর্তাবলী সকল ব্যবহারকারীদের (ইউজার) জন্য। আপনি যদি আমাদের শর্তাবলীর সাথে অমত বা রাজি না হোন, তাহলে আপনি আমাদের ব্লগ থেকে সকল পরিষেবার অ্যাক্সেস পাবেন না। 'বাংলা লেখক' টিম নিচের শর্তাবলী তৈরি করে থাকে। আমাদের শর্তাবলী আমরা যেকোনো সময় পরিবর্তন করার ক্ষমতা রাখি। আমাদের শর্তাবলীর সর্বশেষ আপডেট উপরে দেওয়া আছে। 

কুকিজ ( Cookies)

আমাদের ওয়েবসাইট ভিজিট করা আরও সহজতর করার জন্য নির্দিষ্ট সেকশনের কার্যকারিতা ইউজারদের ভালো এবং দ্রুত করতে আমাদের ব্লগ বা ওয়েবসাইট এ কিছু কুকিজ ব্যবহার করা হয়। আমাদের ব্লগে কিছু অনুমোদিত/বিজ্ঞাপন অংশীদাররাও কুকিজ ব্যবহার করে থাকে বা করতে পারে। আপনি আমাদের ব্লগের গোপনীয়তা নীতির কুকিজের সাথে সম্মত হন।

অন্যান্য ওয়েব সাইট এর লিঙ্ক আমাদের ওয়েবসাইটে

'বাংলালেখক' কন্টেন্টের মধ্যে অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করে থাকে। কন্টেন্টের কোয়ালিটি বজায়ের জন্য বা কন্টেন্টের নির্দিষ্ট একটা লেখনীর প্রমানের জন্য আমরা অন্যান্য ওয়েবসাইটের লিংক ব্যবহারে বাধ্য থাকি। কোনো তৃতীয় পক্ষের ওয়েব সাইট বা পরিষেবার বিষয়বস্তু, গোপনীয়তা নীতি ও অন্যান্য শর্তাবলীর উপর 'বাংলা লেখক' ওয়েবসাইটের কোনো নিয়ন্ত্রণ এবং দায়িত্ব নেই। আপনি আমাদের সাথে আরও সম্মত হন যে, 'বাংলা লেখক' কোনো ক্ষতি বা ক্ষতির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী বা দায়বদ্ধ হবে না, তা যে কোনো ওয়েবসাইটের বিষয়বস্তু, পণ্য বা পরিষেবা হোক না কেন।

ব্লগ থেকে লিঙ্ক অপসারণ করা

আপনি যদি আমাদের ওয়েবসাইটে কোনো আপত্তিকর বা অনাকাঙ্খিত লিঙ্ক খুঁজে পান, আপনি যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা এই বিষয়ে আরও খুশি থাকবো যে আপনি আমাদের সাহায্য করেছেন। আপনার আবেদনকৃত লিঙ্কগুলি সরানোর জন্য আমরা বিবেচনা ও বিশ্লেষণ করব। তবে আমরা আপনাকে লিঙ্ক সরানোর ব্যাপারে জানাতে বাধ্য নই।

আই-ফ্রেমস (iFrames)

অনুমতি ব্যতীত আপনি আমাদের ব্লগে বা ওয়েবসাইট কোনো ধরণের আই-ফ্রেমস যুক্ত করতে পারবেন না।

টারমিনেশন (Termination) - পরিষেবা বাতিল প্রসঙ্গে

আমরা আগেই বলেছি যে আমাদের শর্তাবলীর সাথে আপনি একমত বা রাজি না হলে, আমদের পরিষেবা সমূহ থেকে আপনি বঞ্চিত হবে। সেহুতু, আপনি আমাদের শর্তাবলী লঙ্ঘন করলে, আমরা পূর্ব ঘোষণা বা দায় ছাড়াই অবিলম্বে আপনার জন্য আমাদের পরিষেবাতে অ্যাক্সেস বন্ধ বা স্থগিত করতে পারি।

গোপনীয়তা নীতি

আমাদের গোপনীয়তা নীতি পড়ুন এই লিংক থেকে 'বাংলা লেখক' এর গোপনীয়তা নীতি

লাইসেন্স (License)

'বাংলা লেখক', তাঁর নিজস্ব সাইটের https://www.banglalekhok.com/ সকল উপাদানের বা সম্পত্ত্বির অধিকারী। আপনি 'বাংলা লেখক' ওয়েবসাইটের শর্তাবলী অনুসারে সকল উপাদান অ্যাক্সেস করতে পারেন।

আপনি অবশ্যই করতে পারবেন না :

১. 'বাংলা লেখক' এর কোনো কন্টেন্ট বা ম্যাটারিয়াল কপি বা অনুলিপি করতে পারবেন না।

২. 'বাংলা লেখক' এর কোনো কন্টেন্ট বা ম্যাটারিয়াল ভাষাগত ভাবে পরিবর্তন অন্য কোথায় ব্যবহার করতে পারবেন না।

৩. 'বাংলা লেখক' এর কোনো কন্টেন্ট বা ম্যাটারিয়াল অন্য কোনো ওয়েবসাইটে বা প্রকাশিত বইয়ে ব্যবহার করতে পারবেন না।

আপনি (ইউজার) সহমত এবং প্রতিনিধিত্ব করেন যে:

১. আপনি আমাদের ওয়েবসাইটে মন্তব্য করতে পারবেন কিছু নির্দিষ্ট অংশে।

২. আপনার/আপনাদের মন্তব্যগুলিতে কোনও মানহানিকর, আপত্তিকর, ও অশালীন শব্দ থাকতে পারবে না যা আমাদের নীতি সমূহে আক্রমণ করে।

৩. আপনার মন্তব্যগুলো কোনো ধরনের ওয়েবসাইট বা ব্যবসা বা উপাদানের প্রচারণা থাকে না।

আমাদের সাথে যোগাযোগ করুন

আমাদের শর্তাবলী সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে, মেইল করতে পারেন এই ঠিকানায়।

[email protected]