রোযার ফরজসমূহ কি কি | রোযা মাকরূহ হওয়ার কারণসমূহ কি কি

 

রোযার ফরজসমূহ কি কি | রোযা মাকরূহ হওয়ার কারণসমূহ কি কি

রোযার ফরজসমূহ


রোযার দুইটি ফরজ। যথাঃ

  •  () ছোবহে ছাদেকের পূর্ব হইতে পানাহার, সঙ্গমাদি হইতে বিরত থাকা এবং
  • () রোযা রাখার পূর্বে নিয়ত করা।

 

যে সব কারণে রোযা মাকরূহ হয়

নিম্নেলিখিত কারণে রোযা মাকরূহ হয়ঃ
  • ১। অযথা কোন বস্তু মুখের ভিতর রাখিয়া নাড়াচাড়া করা
  • ২। অযথা কোন বস্তু মুখে পুরিয়া চর্বণ করলে।
  • ৩। বিনা কারণে জিহ্বা দ্বারা দ্বারা কোন বস্তুর স্বাদ গ্রহণ করা।
  • মিথ্যা কথা বলা
  • ৫। অশ্লীল বাক্য উচ্চারণ করা
  • ৬। গীবত বা চোগলখোরী করা।
  • ৭। অযথা বারবার কুলি করা
  • ৮। ইচ্ছাপূর্বক অল্প বমি করা।
  • ৯। সময়মত ইফতার না করা।
  • ১০। কানে পানি প্রবেশ করা।
  • ১১। মুখের ভিতর তেল ঢালা
  • ১২। ভিজা কাপড় দেহে জড়াইয়া রাখা
  • ১৩। দাঁতের ফাক হতে জিহ্বা দ্বারা বুট অপেক্ষা ক্ষুদ্র কোন বস্তু বের করে গিলে ফেলা।
  • ১৪ অনিচ্ছাসত্ত্বেও মুখে বমি আসয়া আবার পেটের মধ্যে চলিয়া যাওয়া
  • ১৫। রোযাদার ব্যক্তির একেবারে চুপ করিয়া থাকা
  • ১৬। কু-খেয়াল লইয়া পরস্ত্রীর দিকে দৃষ্টিপাত করা
  • ১৭। প্রেম বা কামোন্মত্ত অবস্থায় প্রেমিকাকে বারবার চুম্বন করা বা কোলে তুলিয়া বসান
  • ১৮ বারবার পানি দ্বারা শরীর বা মাথা ঠাণ্ডা করা।
  • ১৯। দ্বিপ্রহরের পূর্বে বারবার মেছওয়াক করা।
  • ২০। কোন অখাদ্য বস্তু যেমন কীট-পতঙ্গাদি উড়ে এসে হঠাৎ গলার ভিতর চলে যাওয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ