চাহিদার হ্রাস বৃদ্ধি বলতে কি বুঝায় এবং কাকে বলে চিত্রসহ ব্যাখ্যা

 

চাহিদার হ্রাস বৃদ্ধি বলতে কি বুঝায় এবং কাকে বলে চিত্রসহ ব্যাখ্যা

চাহিদার সম্প্রসারণের ফলে ক্রেতার চাহিদারেখার নিচের বিন্দুতে এবং চাহিদার সংকোচনের ফলে চাহিদারেখার উপরের বিন্দুতে ভারসাম্য লাভ করে।

চাহিদার হ্রাস-বৃদ্ধি কি

চাহিদাবিধিতে ভোক্তার আয়, রুচি সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম ইত্যাদি স্থির ধরে শুধু দ্রব্যের দামের পরিবর্তন বিবেচনা করা হয়েছে। কিন্তু দামের পরিবর্তন ছাড়াও ভোক্তার আয়, রুচি সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম ইত্যাদি বৃদ্ধি বলে। পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেলে, তাকে চাহিদার বৃদ্ধি বলে।

আবার দাম স্থির থেকে ভোক্তার আয়, অভ্যাস, পছন্দের পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণ হ্রাস পেলে, তাকে চাহিদার হ্রাস বলে। চাহিদার হ্রাস-বৃদ্ধি চিত্রের সাহায্যে দেখানো হল,

চাহিদার বৃদ্ধি

চাহিদার বৃদ্ধির চিত্র

চিত্রে চাহিদার বৃদ্ধি দেখানো হয়েছে। দ্রব্যের প্রাথমিক চাহিদারেখা DD। এখন ভোক্তা OP1 দামে OQ1 পরিমাণ দ্রব্য ক্রয় করবে। দ্রব্যের দাম অপরিবর্তিত থাকলেও ভোক্তার আয়, পছন্দ, রুচি ইত্যাদির কারণে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তখন ভোক্তার OP1 দামে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে OQ2 হবে। এক্ষেত্রে প্রাথমিক চাহিদারেখাটি DD, ডানদিকে উপরে স্থানান্তরিত হয়ে D1D1 হবে। সুতরাং, দামের কোন প্রকার পরিবর্তন ছাড়াই চাহিদা বৃদ্ধি পেলে চাহিদারেখা ডানদিকে স্থানান্তরিত হয়; একে চাহিদার বৃদ্ধি বলে।

চাহিদার হ্রাস

চাহিদার হ্রাসের চিত্র

পাশের চিত্রে চাহিদার হ্রাস দেখানো হয়েছে। OP1 দামে চাহিদার পরিমাণ OQ1 দ্রব্যের দাম অপরিবর্তিত থেকে ভোক্তার আয়, রুচি, অভ্যাস ইত্যাদির পরিবর্তনের কারণে চাহিদা হ্রাস তখন ভোক্তার চাহিদার পরিমাণ OQ1 হতে কমে OQ* হবে। ফলে প্রাথমিক চাহিদারেখার নিচে নতুন চাহিদারেখা D1D1 সৃষ্টি হবে; একেই চাহিদার হ্রাস বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ