বৃক্ক কি | বৃক্কের সাধারণ গঠন চিত্রসহ বর্ণনা কর

 

বৃক্ক কি | বৃক্কের সাধারণ গঠন বর্ণনা কর

বৃক্ক ও বৃক্কের গঠন

বৃক্ক মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ। মানুষের উদর গহ্বরের পশ্চাতে মেরুদণ্ডের উভয় পাশে একটি করে মোট দুটি বৃক্ক থাকে। বাম বৃক্কটি ডান বৃক্ক থেকে কিছু উপরে অবস্থান করে। পূর্ণাঙ্গ মানুষের বৃক্ক দৈর্ঘ্যে প্রায় ১১ সেন্টিমিটার, প্রস্থে প্রায় ৬ সেন্টিমিটার এবং পুরুত্বে প্রায় ৩ সেন্টিমিটার। সজীব অবস্থায় বৃক্কের রং লালচে হলুদ। প্রতিটি বৃক্ক আকারে অনেকটা শীম বীজের ন্যায়। এর বাইরের দিক উত্তল এবং ভিতরের দিক অবতল। অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে।

এর ভেতর দিয়ে ইউরেটর ও রেনাল শিরা বহির্গত হয় এবং রেনাল ধমনী ও স্নায়ু বৃক্কে প্রবেশ করে। সমগ্র বৃক্ক স্বচ্ছ, পাতলা পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত থাকে।

বৃক্কের লম্বচ্ছেদ করলে মোট ৫টি অংশ দেখা যায়-

১. ক্যাপসুল : এটি বৃক্কের চারদিক ঘিরে তন্ত্রময় যোজক কলা নির্মিত একটি পাতলা আবরণ।

২. কর্টেক্স : বৃক্কের বাইরের গাঢ়তর লালচে-বাদামী অংশটি কর্টেক্স। এটি অসংখ্য ক্ষুদ্র রেচন একক নিয়ে গঠিত।

৩. মেডুলা : বৃক্কের প্রাচীরের ভিতরের অংশটি মেডুলা। এটি কালচে বর্ণের হয়। এখানেও নেফ্রন থাকে।

৪. পেলভিস : বৃক্কের হাইলামের নিকট একটি বড় ফানেলাকৃতি অংশ থাকে। একে পেলভিস বলে। পেলভিস মূত্র সংগ্রহ করে এবং ইউরেটার সরবরাহ করে।

৫. পিরামিড : কর্টেক্স ভেতরের দিকে প্রবর্ধিত হয়ে কর্টিনির রেনাল কলাম গঠন করে। ফলে বৃক্কের মেডুলায় কতকগুলো প্রকোষ্ঠের সৃষ্টি হয়। এদেরকে পিরামিড বলে।

চিত্র : বৃক্কের লম্বচ্ছেদ
চিত্র : বৃক্কের লম্বচ্ছেদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ