আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য | আর্থ্রোপোডা কী

 

আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য | আর্থ্রোপোডা কী

আর্থ্রোপোডা কী

আর্থ্রোপোডা (Arthropoda) প্রাণীজগতের সর্ববৃহৎ পর্ব। পর্বের বর্তমান প্রজাতি সংখ্যা প্রায় লক্ষ। অর্থাৎ পৃথিবীর মোট প্রাণী প্রজাতির তিন-চতুর্থাংশ আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। ২টি গ্রীক শব্দ arthros = Jointed এবং Poos = foot থেকে পর্বটির নামকরণ করা হয়েছে, যার বাংলা অভিধানিক অর্থ সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট প্রাণী। এই পর্বের প্রাণীরা ভূপৃষ্ঠের ৬১০০ মিটার উঁচু পর্বতের শিখর থেকে ৯৮০০ মিটার সমুদ্রের গভীরে বসবাস করে। জন্য প্রাণী বৈচিত্র্যে এরা এক বিশেষ স্থান অধিকার করে আছে।

আর্থ্রোপোডা পর্বের সাধারণ বিশেষ বৈশিষ্ট্যসমূহ

  • . ত্রিস্তর বিশিষ্ট দ্বিপার্শ্বীয় প্রতিসম দেহ বাহ্যিকভাবে খণ্ডায়িত।
  • . সমগ্র দেহ কাইটিন নির্মিত শক্ত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত।
  • . কিছু সংখ্যক বা প্রতিটি দেহখণ্ডকে জোড়া সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।
  • . দেহ গহ্বর সংক্ষিপ্ত এবং হিমোসিল প্রকৃতির।
  • . মস্তকে সরল যৌগিক চক্ষু এবং অ্যান্টেনাসহ বিভিন্ন সংবেদী অঙ্গ বিদ্যমান।
  • . পরিপাকতন্ত্র সম্পূর্ণ সুগঠিত।
  • . দেহত্বক, ফুলকা, ট্রাকিয়া অথবা Book Lung-এর সাহায্যে শ্বসন সম্পন্ন হয়।
  • . রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির।
  • . ম্যালপিজিয়ান নালী, সবুজ গ্রন্থি, এবং কক্সাল গ্রন্থি রেচন অঙ্গ হিসাবে কাজ করে।
  • ১০. গ্যাংগ্লিয়ন বা স্নায়ুগ্রন্থি, স্নায়ুরজ্জু এবং স্নায়ুসূত্রকের সমন্বয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়।
  • ১১. অধিকাংশ একলিঙ্গ প্রাণী এবং যৌন দ্বিরূপতা দৃশ্যমান হয়।
  • ১২. যৌন প্রজননের পাশাপাশি অপুংজনিও দৃশ্যমান হয়।
  • ১৩. নিষেক অভ্যন্তরীণ। বর্ধন প্রত্যক্ষ বা পরোক্ষ।
  • ১৪. মুক্তজীবী, পরজীবী, নিশ্চল বা মিথোজীবী হিসেবে বাস করে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ