হিসাববিজ্ঞান কাকে বলে | হিসাববিজ্ঞান কি

 

হিসাববিজ্ঞান কাকে বলে

হিসাববিজ্ঞান কি

হিসাববিজ্ঞান দুটি শব্দের সমন্বয়ে গঠিত
একটি হলো 'হিসাব' অন্যটি হলো 'বিজ্ঞান'। হিসাব অর্থ ‘গণনা
করা' এবং বিজ্ঞান অর্থ 'বিশেষ জ্ঞান'। সুতরাং হিসাববিজ্ঞান হচ্ছে গণনা কার্যে বা হিসাব কার্যে ব্যবহৃত বিশেষ জ্ঞান।

হিসাববিজ্ঞান কাকে বলে

যে কলাকৌশল ও পদ্ধতির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সুষ্ঠু সুন্দর ও সঠিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে হিসাববিজ্ঞান বলে।

বিভিন্ন দেশের হিসাববিজ্ঞানীরা হিসাববিজ্ঞানের অনেক সংজ্ঞা দিয়েছেন। নিম্নে হিসাববিজ্ঞানের কিছু জনপ্রিয় প্রামাণ্য সংজ্ঞা তুলে ধরা হলো।

Weygandt, Kieso এবং Kimmel-এর মতে, “হিসাববিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা যাহা একটি সংগঠনের অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্ত ও লিপিবদ্ধ করে আগ্রহী ব্যবহারকারীগণের নিকট পৌঁছাইয়া দেয়।”

AICPA-এর মতে, “অন্তত আংশিক হলেও আর্থিক প্রকৃতিবিশিষ্ট লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে অর্থের অঙ্কে লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ ও সংক্ষিপ্তকরণ এবং ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে হিসাববিজ্ঞান বলে।"

FASB-এর মতে, "Accounting is the process used to measures and report to various users relevant financial information regarding the enomic activities of an organization unit."

AAA-এর মতে, “হিসাববিজ্ঞান হলো অর্থনৈতিক তথ্যসমূহ শনাক্তকরণ পরিমাপ ও সরবরাহের মাধ্যমে এর ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে।”

Pyle এবং Larson-এর মতে, "Accounting is the art of recording classifying reporting and interpreting the financial data of an organization."

F.W. Fixley-এর মতে, “হিসাববিজ্ঞান হলো যার মাধ্যমে সকল আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার বিবরণাদি পর্যালোচনা করা।”

সুতরাং বলা যায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণের জন্য লেনদেনসমূহের লিপিবন্ধ সংকলন, সংক্ষিপ্তকরণ এবং ব্যাখ্যাকরণের কলাকৌশলকে সামগ্রিকভাবে হিসাববিজ্ঞান বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ