পরিবেশ কী | পরিবেশ কাকে বলে

 

পরিবেশ কী | পরিবেশ কাকে বলে

পরিবেশ কী

পরিবেশ মানুষের জীবনকে দারুণভাবে প্রভাবিত করে। আর পরিবেশ কোনো স্থানের অবস্থা বা পরিস্থিতির সমষ্টির রূপ। মানব সমাজ সমাজবদ্ধ মানবগোষ্ঠী সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনার স্বার্থে পরিবেশ সম্পর্কিত জ্ঞানার্জন অত্যন্ত জরুরি। পরিবেশ কোনো স্থানের সার্বিক অবস্থা বা পরিস্থিতির সমষ্টিগত রূপ। পরিবেশের তারতম্যের জন্য পৃথিবীতে বসবাসরত যেকোনো অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বিভিন্ন হয়। আর যেসব অবস্থাসমূহ এবং বস্তুসমূহ জীবকে প্রভাবিত করে তাই পরিবেশ। একটি অঞ্চলের মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপরও পরিবেশ যথেষ্ট প্রভাব বিস্তার করে।

পরিবেশ কাকে বলে

সাধারণভাবে বলা যায় আমাদের চারপাশে যা কিছু আছে তার সমন্বিত রূপ হচ্ছে পরিবেশ। পরিবেশ আমাদের চতুষ্পার্শ্বস্থ অবস্থা অর্থাৎ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে মানুষ তার জীবনযাত্রা নির্বাহ করে, তাকে পরিবেশ বলে

পরিবেশের বিভিন্ন সংজ্ঞা

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মতে, “যে সমগ্র অবস্থা, শক্তি বস্তুসমূহ জীবনকে পরিবর্তিত অথবা প্রভাবিত করে তাকে পরিবেশ (Environment) বলে"

অধ্যাপক ম্যাকাইভার পেজ (Prof. MacIver and Page) এর মতে, "Environment is not one but infinitely various." অর্থাৎ আমাদের বসবাস বা বাসস্থানই হলো পরিবেশ

অধ্যাপক চেম্বার্স (Prof. Chambers) বলেন, "পরিবেশ হলো পারিপার্শ্বিক অবস্থা যা উন্নয়ন প্রক্রিয়ার প্রভাব বিস্তার করে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ