প্রজনন কি এবং কাকে বলে | প্রজনন কত প্রকার ও কি কি

 

প্রজনন কি এবং কাকে বলে | প্রজনন কত প্রকার ও কি কি

প্রজনন কি এবং কাকে বলে

প্রজনন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে কোন জীব নিজেদের মত অপত্য সৃষ্টি করতে সক্ষম, তাকে প্রজনন বলে। প্রাণিজগতের বিভিন্ন প্রাণী বিভিন্ন পদ্ধতিতে প্ৰজনন সম্পন্ন করে।

প্রজনন কত প্রকার ও কি কি

প্রাণী প্রজনন প্রধানত দু'প্রকার। যথা- ১। অযৌন প্রজনন ও ২। যৌন প্রজনন।

  • ১। অযৌন প্রজনন (Asexual reproduction) : গ্যামিট সৃষ্টি ছাড়া অর্থাৎ প্রত্যক্ষভাবে যেমন মুকুলোদ্দাম (Budding), দেহবিভাজন (Body fission), পুনর্গঠন (Regeneration) ইত্যাদির মাধ্যমে অপত্য সৃষ্টির  প্রক্রিয়াকে অযৌন প্রজনন বলে। ছত্রাক, মস, শৈবাল ও ফার্ণ শ্রেণীর প্রাণীদের মধ্যে অযৌন প্রজনন ঘটে।
  • ২। যৌন প্রজনন (Sexual reproduction) : দুটি ভিন্ন ধর্মী জনন কোষ অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু মিলনের ফলে নতুন জীব সৃষ্টির প্রক্রিয়াকে যৌন জনন বলে। অধিকাংশ প্রাণী যৌন জনন পদ্ধতিতে বংশ বৃদ্ধি করে। যৌন জননশীল প্রাণীদের পুরুষ প্রাণীতে শুক্রাণু ও স্ত্রী প্রাণীতে ডিম্বাণু সৃষ্টি হয়। মানুষ ও অন্যান্য জীব-জন্তু প্রাণীদের মধ্যে এধরণের প্রজনন দেখা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ